WBBSE 9th Class Math Solutions Chapter 4 স্থানাঙ্ক জ্যামিতি : দূরত্ব নির্ণয়
WBBSE 9th Class Math Solutions Chapter 4 স্থানাঙ্ক জ্যামিতি : দূরত্ব নির্ণয়
West Bengal Board 9th Class Math Solutions Chapter 4 স্থানাঙ্ক জ্যামিতি : দূরত্ব নির্ণয়
West Bengal Board 9th Math Solutions
কযে দেখি 4
1. মূলবিন্দু থেকে নীচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো :
(i) (7, – 24) (ii) (3, − 4) (iii) (a + b, a – b)
সমাধান :
2. নীচের বিন্দুযুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো :
3. প্রমাণ করো যে, (– 2, – 11) বিন্দুটি (– 3, 7) ও (4, 6) বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী।
4. দেখাও যে, (7, 9), (3, – 7) এবং (− 3, 3) বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু।
5. প্রমাণ কর যে, উভয়ক্ষেত্রে নীচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু।
6. প্রমাণ করো যে, A (3, 3), B (8, 2 ) ও C ( 2, 2) বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ΔABC-এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো।