wb 10th Math

WBBSE 10th Class Math Solutions Chapter 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য

WBBSE 10th Class Math Solutions Chapter 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য

West Bengal Board 10th Class Math Solutions Chapter 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য

West Bengal Board 10th Math Solutions

কযে দেখি 15.1

1. মাসুম O কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার AB একটি জ্যা। B বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা বর্ধিত AO -কে T বিন্দুতে ছেদ করল। ∴ ∠BAT = 21° হলে, ∠BTA-এর মান হিসাব করে লিখি।
উত্তর। O কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা। B বিন্দুতে স্পর্শকটি বর্ধিত AO কে T বিন্দুতে ছেদ করেছে।
অঙ্কন : OB যোগ করা হল।
যেহেতু OB ব্যাসার্ধ BT স্পর্শক বিন্দুগামী।
∴ ∠OBT = 90°
আবার, ΔAOB -এর OA = OB [ব্যাসার্ধ]
∴ ∠OAB = ∠ABO = 21⁰
∴ ∠AOB = 180⁰ – (21° + 21⁰) = 180⁰ – 42° = 138°
∴ ∠BOT = 180⁰ – 138⁰ = 42⁰ –
∴ ∠BTO = 180° – (42° + 90°) = 180° – 132° = 48°
∴ ∠BTO = 48°
2. কোনো বৃত্তের XY একটি ব্যাস। বৃত্তটির উপর অবস্থিত A বিন্দুতে PAQ বৃত্তের স্পর্শক। X বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব PAQ-কে Z বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে, XA, ∠YXZ-এর সমদ্বিখণ্ডক |
উত্তর। O কেন্দ্রীয় বৃত্তের XY একটি ব্যাস। বৃত্তের উপর অবস্থিত A যেকোনো P বিন্দুতে PAQ বৃত্তের স্পর্শক। X বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব PAQ কে Z বিন্দুতে ছেদ করেছে।
অঙ্কন: XA, OA যোগ করা হল।
প্রমাণ করতে হবে, XA, ∠YXZ-এর সমদ্বিখণ্ডক।
প্রমাণ : যেহেতু OA ⊥ PQ এবং XZ ⊥ PQ
∴ ∠OAP = ∠XZQ = 90°
ΔOXA-এর OX = OA [ব্যাসার্ধ]
∴ ∠OXA = ∠OAX  ∴ ∠XAZ = ∠OAZ – ∠OAX = 90° – ∠OAX
∴ ΔXAZ-এর ∠AXZ = 180° – ( ∠XZA + ∠XAZ)
= 180° – (90° + 90° – ∠OAX)
= 1800 – ( 180° – ∠OAX) = ∠OAX
∴ ∠AXZ = ∠OAX
∴ XA, ∠YXZ-এর সমদ্বিখণ্ডক।
3. একটি বৃত্ত আঁকলাম যার PR একটি ব্যাস। P বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এবং এই স্পর্শকের উপরে S এমন একটি বিন্দু নিলাম যাতে PR PS হয়। RS, বৃত্তকে T বিন্দুকে ছেদ করলে, প্রমাণ করি যে, ST = PT. উত্তর। বৃত্তের PR একটি ব্যাস। P বিন্দুতে PS স্পর্শক যেখানে PS = PS হয়। RS, বিন্দুতে বৃত্তটিকে ছেদ করেছে।
অঙ্কন : PT যোগ করা হল।
প্রমাণ করতে হবে, ST = RT = PT
প্রমাণ : যেহেতু ∠PTR অর্ধবৃত্তস্থ কোণ।
∴ ∠PTR = 1 সমকোণ।
∴ ∠PTS = 1 সমকোণ।
∴ ΔPTR ও ΔPTS দুটি সমকোণী ত্রিভুজের
PT সাধারণ বাহু এবং অতিভুজ PR = অতিভুজ PS |
∴ ΔPTR ≅ ΔPTS
∴ RT = TS ………(1)
∴ RS = RT + TS = 2RT
আবার, যেহেতু PR ⊥ PS ∴ ∠RPS = 1 সমকোণ।
∴ সমকোণী ত্রিভুজ PSR-এর ∠RPS = 90° এবং PT ⊥ RS যেখানে T, RS-এর মধ্যবিন্দু।
∴ PT = 1/2RS =RT ………. (2)
(1) ও (2) নং থেকে পাই, ST = RT = PT
4. একটি O কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি যার দুটি ব্যাসার্ধ OA ও OB পরস্পর লম্বভাবে অবস্থিত। A ও B বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে T বিন্দুতে ছেদ করলে, প্রমাণ করি যে, AB = OT এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে।
উত্তর। O কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ OA ও OB পরস্পরকে লম্বভাবে অবস্থিত। A ও B বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে T বিন্দুতে ছেদ করেছে।
অঙ্কন: AB ও OT যোগ করা হল।
প্রমাণ করতে হবে, AB = OT এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে।
প্রমাণ : যেহেতু BT স্পর্শক OB স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ।
∴ ∠OBT = 90⁰
আবার; AT স্পর্শক OA স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ।
∴ ∠OAT = 90°
∴ OA ⊥ OB        ∴ ∠AOB = 90⁰
∴ ∠ATB = 180° – 90° = 90°
এখন, OATB চতুর্ভুজের OA = OB এবং ∠OAB = ∠OBT = 90°
∴ OATB একটি বর্গক্ষেত্র।
∴ AB = QT এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে।
5. দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির AB ও AC জ্যাদুটি অপর বৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে স্পর্শ করলে, প্রমাণ করি যে, PQ = 1/2BC
উত্তর। দুটি O এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটি AB ও AC জ্যাদুটি অপর বৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে স্পর্শ করেছে।
অঙ্কন : PQ, BC, PO ও QO যোগ করা হল। প্রমাণ করতে হবে, PQ = 1/2BC
প্রমাণ : এখানে AB ও AC স্পর্শক OP ও OQ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ।,
∴ OP ⊥ AB এবং OQ ⊥ AC
∴ P ও Q বিন্দুদুটি যথাক্রমে বৃহত্তর AB ও AC জ্যায়ের মধ্যবিন্দু।
∴ ΔABC-এর AB ও AC বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে P ও Q.
∴ PQ || BC এবং PQ = 1/2BC.
ত্রিভুজের দুটি সংলগ্ন বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়।
6. 0 কেন্দ্রীয় কোনো বৃত্তের উপর অবস্থিত A বিন্দুতে স্পর্শকের উপর X যেকোনো একটি বিন্দু। X বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে Y ও Z বিন্দুতে ছেদ করে। YZ -এর মধ্যবিন্দু P হলে, প্রমাণ করি যে, XAPO বা XAOP একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
উত্তর। O কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত A বিন্দুতে স্পর্শকের উপর X যেকোনো একটি বিন্দু। X বিন্দু থেকে অঙ্কিত ছেদক বৃত্তকে Y ও Z বিন্দুতে ছেদ করে। YZ-এর মধ্যবিন্দু P।
প্রমাণ করতে হবে, XAOP একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
প্রমাণ : স্পর্শকটি OA স্পর্শবিন্দুগীীমী ব্যাসার্ধ।
∴ ∠OAX = 90°
আবার, আমরা জানি যে, বৃত্তের কেন্দ্র ও জ্যায়ের মধ্যবিন্দুগামী সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে।
যেহেতু P, YZ-এর মধ্যবিন্দু।
∴ OP ⊥ YZ
∴ ∠OPX = 90°
∴ ∠OAX + ∠OPX = 90° + 90° = 180°
∴ XAOP চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180°।
∴ XAOP একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
7. O কেন্দ্রীয় কোনো বৃত্তের একটি ব্যাসের উপর P যে-কোনো একটি বিন্দু। ওই ব্যাসের উপর O বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে Q বিন্দুতে ছেদ করে। বর্ধিত QP বৃত্তকে R বিন্দুতে ছেদ করে। R বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত OP-কে S বিন্দুতে ছেদ করে। প্রমাণ করে যে, SP= PR.
উত্তর। O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাসের উপর P যেকোনো একটি বিন্দু। AB ব্যাসের উপর O বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে Q বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত QP বৃত্তকে R বিন্দুতে ছেদ করেছে ও R বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত OP কে S বিন্দুতে ছেদ করেছে।
অঙ্কন: OR যোগ করা হল। প্রমাণ করতে হবে, SP PR
প্রমাণ : যেহেতু SR স্পর্শক এবং OR স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। OR 1SR
∴ OR ⊥ SR
∴ ∠SRO = 90⁰
∴ ∠SRP = 90° – ∠PRO = 90° – ∠QRO
আবার, ΔOQR-এর OR = OQ
∴ ∠RQO = ∠QRO
∴ ∠SRP = 90° – ∠RQO = 90° – ∠PQO …….(1)
যেহেতু OQ ⊥ AB
∴ ∠QOP = 90°
∴ সমকোণী ΔOQP থেকে পাই, ∠OPQ = 90° – ∠PQO
(1) নং থেকে পাই,
∠SRP = ∠OPQ      বা, ∠SRP = ∠RPS [‘.’ ∠OPQ = বিপ্রতীক কোণ]
∴ ΔSPR-এর ∠SRP = ∠SPR
∴ SR = RP অর্থাৎ SP = PR (প্রমাণিত)।
8. রুমেলা O কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার QR একটি জ্যা। Q ও R বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছি যারা পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। QM বৃত্তের একটি ব্যাস হলে, প্রমাণ করি যে, ∠QPR = 2∠RQM.
উত্তর। O কেন্দ্রীয় বৃত্তের QR একটি জ্যা। Q ও R বিন্দুতে অঙ্কিত দুটি স্পর্শক পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। QM বৃত্তের একটি ব্যাস।
অঙ্কন: RM, OR যোগ করা হল।
প্রমাণ করতে হবে, ∠QPR = 2∠RQM
প্রমাণ : ‘.’ QP স্পর্শক ও OQ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ।
∴ ∠OQP = 90°
আবার, RP স্পর্শক ও OR স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ।
∴ ∠ORP = 90⁰
∴ ∠OQP + ∠ORP = 90⁰ + 90⁰ = 180⁰
∴ OQPR চতুর্ভুজের বিপরীত কোণ ∠OQP ও ∠ORP পরস্পর সম্পূরক কোণ।
∴ OQPR একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
∴ বহিঃস্থ ∠MOR অন্তঃস্থ ∠QPR ……….(1)
আবার, ∠MOR = ∠OQR + ∠ORQ = ∠OQR + ∠OQR [‘.’ OQ = OR]
(1) ও (2) নং থেকে পাই, ∠QPR = 2∠OQR
বা, ∠QPR = 2∠MQR = 2∠RQM
∴ ∠QPR = 2∠RQM
9. কোনো বৃত্তের AC ও BD দুটি জ্যা পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। A ও B বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে বিন্দুতে এবং C ও D বিন্দুতে অঙ্কিত স্পর্শকদুটি পরস্পরকে Q বিন্দুতে ছেদ করলে, প্রমাণ করি = যে, ∠P + ∠Q = 2∠BOC
উত্তর। X কেন্দ্রী বৃত্তের AC ও BD দুটি জ্যা পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। A ও B বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে P বিন্দুতে এবং C ও D বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে Q বিন্দুতে ছেদ করেছে।
অঙ্কন: BC, AB, CD, AX, DX, BX ও CX যোগ করা হল।
প্রমাণ করতে হবে, ∠P + ∠Q = 2∠BOC
প্রমাণ : AB চাপের উপর ∠AXB কেন্দ্রস্থ কোণ এবং ∠ACB পরিধিস্থ কোণ।
∴ ∠AXB = 2∠ACB = 2∠OCB
আবার, CD চাপের উপর ∠CXD কেন্দ্রস্থ কোণ এবং ∠DBC পরিধিস্থ কোণ।
∴ ∠CXD = 2∠DBC = 2∠OBC
ΔODC-এ ∠AOB বহিঃস্থ কোণ।
∴ ∠AOB = ∠OBC + ∠OCB
∴ 2∠AOB = 2∠OBC + 2∠OCB
∴ ∠AXB + ∠CXD = 2∠AOB ……..(1)
আবার, AP ও BP দুটি স্পর্শক এবং AX ও BX স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ।
∴ ∠XAP = ∠XBP = 90°
∴ AXBP চতুর্ভুজে ∠APB + ∠AXB = 180°
অনুরূপে, CXDQ চতুর্ভুজে ∠CXD + ∠CQD = 360°
∴ ∠APB + ∠AXB + ∠CXD + ∠CQD = 360°
বা, ∠APB + ∠CQD + 2∠AOB = 360° [(i) নং থেকে পাই]
বা, ∠APB + ∠CQD + 2(180° – ∠BOC) = 360°
বা, ∠APB + ∠CQD = 360° – 360° + 2∠BOC
বা, ∠APB + ∠CQD = 2∠BOC
∴ ∠APB + ∠CQD = 2∠BOC অর্থাৎ, ∠P + ∠Q = 2∠BOC

কষে দেখি 15.2

1. 16 সেমি. দৈর্ঘ্যের ব্যাসবিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি. দূরত্বে অবস্থিত বহিঃস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করে লিখি।
2. একটি বৃত্তের উপর অবস্থিত P ও Q বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি A বিন্দুতে ছেদ করেছে। ∠PAQ = 60° হলে ∠APO-এর মান নির্ণয় করি।
3. O কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু A থেকে অঙ্কিত দুটি স্পর্শক AP ও AQ বৃত্তকে P ও Q বিন্দুতে ছেদ করে। PR একটি ব্যাস হলে, প্রমাণ করি যে OA||RQ
উত্তর : বহিঃস্থ A বিন্দু থেকে AP ও AQ দুটি স্পর্শক টানা হল, যারা বৃত্তটিকে P ও Q বিন্দুতে স্পর্শ করেছে। PR, O কেন্দ্রীয় বৃত্তের ব্যাস।
অঙ্কন : OQ, R Q যোগ করা হল প্রমাণ করতে হবে,
প্রমাণ করতে হবে, OA||RQ|
প্রমাণ : ΔAPO ও ΔAQO -এর ∠AQO = ∠APO = 90°
AP = AQ (ব্যাসার্ধ) এবং OA সাধারণ বাহু।
ΔAPO & ΔAQO ( R. H. S. শর্তানুসারে)
∴ ∠AOP = ∠AOQ
আবার, ΔOQR-এর OR = OQ
∴ ∠ORQ. = ∠OQR
ΔOQR -এর ∠POQ বহিঃস্থ কোণ।
∴ ∠POQ = ∠ORQ + ∠OQR = ∠OQR + ∠OQR
বা, ∠POQ = 2∠OQR
বা, ∠POA + ∠AOQ = 2∠OQR
বা, 2∠AOQ = 2∠OQR [‘.’ ∠POA = ∠AOQ]
∴ ∠AOQ = ∠OQR ( একাত্তর কোণ)
∴ OA||RQ
4. প্রমাণ করি যে, একটি বৃত্তের পরিলিখিত কোনো চতুভুর্জের যে-কোনো দুটি বিপরীত বাহুর দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ দুটি পরস্পর সম্পূরক।
ABCD চতুর্ভুজটি O কেন্দ্রীক বৃত্তকে E, F, G ও H বিন্দুতে স্পর্শ করেছে।
অঙ্কন: AO, BO, CO, DO, EO, FO, GO, HO যোগ করা হল।
প্রমাণ করতে হবে,
∠AOB + ∠COD = 2 সমকোণ
প্রমাণ : বহিঃস্থ A বিন্দু থেকে O কেন্দ্রিক বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটি যথাক্রমে AH ও AE
5. প্রমাণ করি যে, বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস।
ABCD সামান্তরিক O কেন্দ্রীয় বৃত্তকে E, F, G, H বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করতে হবে, ABCD একটি রম্বস।
প্রমাণ : এখানে বহিঃস্থ A বিন্দু থেকে বৃত্ত অঙ্কিত স্পর্শক দুটি যথাক্রমে AE ও AH
∴ AE = AH অনুরূপে, BE = BF
CF = CG
DG = DH
∴ AB + CD = (AE + EB) + (CG + GD)
= (AE + GD) + (EB + CG) = (AH + DH) + (BF + CF)
= AD + BC
∴ AB + CD = BC + AD
যেহেতু ABCD একটি সামান্তরিক
‍∴ AB = CD এবং BC = AD  ∴ 2AB = 2 BC
বা, AB = BC
∴ ABCD সামান্তরিকের AB = BC = CD = DA
∴ ABCD একটি রম্বস।
6. A ও B কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে C বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। C বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর O একটি বিন্দু এবং OD ও OE যথাক্রমে A ও B কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে D ও E বিন্দুতে স্পর্শ করেছে। ∠COD = 56°, ∠COE = 40°, ∠ACD = X°, এবং ∠BCE = Y°, হলে প্রমাণ করি যে OD = OC = OE এবং Y – X = 8
উত্তর : A ও B কেন্দ্রীয় বৃত্তদ্বয় পরস্পরকে C রিন্দুতে বহিঃস্পর্শ করেছে। C বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর O যে কোনো একটি বিন্দু থেকে A কেন্দ্রীয় বৃত্তে OD স্পর্শক ও B কেন্দ্রীয় বৃত্তে OE স্পর্শক যথাক্রমে D ও E বিন্দুতে স্পর্শ করেছে।
প্রমাণ করতে হবে, OD = OC = OE এবং Y – X = 8
অঙ্কন : CD, CE যোগ করা হল।
প্রমাণ : A কেন্দ্ৰীয় বৃত্তে বহিঃস্থ O বিন্দু থেকে OD ও OC দুটি স্পর্শক। ∴ OD = OC
আবার, B কেন্দ্রীয় বৃত্তে বহিঃস্থ O বিন্দু থেকে OC ও OE দুটি স্পর্শক। ∴ OC = OE
7. A ও B কেন্দ্রবিশিষ্ট দুটি নির্দিষ্ট বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। অপর একটি বৃত্ত, বৃহত্তর বৃত্তটিকে X বিন্দুতে অন্তঃস্পর্শ এবং ক্ষুদ্রতর বৃত্তটিকে Y বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। O যদি ওই বৃত্তের কেন্দ্র হয়, তবে প্রমাণ করি যে, AO + BO ধ্রুবক হবে।
উত্তর। A ও B কেন্দ্রবিশিষ্ট দুটি নির্দিষ্ট বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে।
অপর একটি O কেন্দ্রীয় বৃত্ত, বৃহত্তর বৃত্তটিকে X বিন্দুতে অন্তঃস্পর্শ
এবং ক্ষুদ্রতর বৃত্তটিকে Y বিন্দুতে বহিঃস্পর্শ করেছে।
প্রমাণ করতে হবে, AO + BO = ধ্রুবক।
মনেকরি, বৃত্ত তিনটির ব্যাসার্ধ যথাক্রমে r1, r2, r3,
প্রমাণ : B কেন্দ্রীয় বৃত্ত ও O কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে Y বিন্দুতে বহিঃস্পর্শ করেছে।
∴ BYO একই সরলরেখা।
∴ BO = r2 + r3
আবার, A কেন্দ্রীয় বৃত্ত ও O কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে Y বিন্দুতে বহিঃস্পর্শ করেছে।
∴ AOX একই সরলরেখা
∴ AO = AX – OX = r1 – r3
এখন AO + BO = r1 – r3 + r2 + r3
= r1 + r2
A কেন্দ্রীয় বৃত্ত ও B কেন্দ্রীয় বৃত্ত নির্দিষ্ট। সুতরাং r1 + r2 নির্দিষ্ট। সুতরাং r1 + r2 নির্দিষ্ট।
AO + BO = r1 + r2 = ধ্রুবক।
8. A ও B কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে O বিন্দুতে একটি সরলরেখা অঙ্কন করেছি যা বৃত্ত দুটিকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে, AP||BQ
উত্তর। A ও B কেন্দ্রীয় বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্থভাবে O বিন্দুতে স্পর্শ করেছে। O বিন্দুগামী সরলরেখা A ও B কেন্দ্রীয় বৃত্তদ্বয়কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে।
অঙ্কন : AP, BQ ও AOB যোগ করা হল।
প্রমাণ করতে হবে, AP||BQ
প্রমাণ : এখানে ∠AOP = ∠BOQ (বিপ্রতীপ কোণ)
আবার, ΔPAO এর PA = AO
∴ ∠BQO = ∠BOQ
∴ ∠APO = ∠BQO কিন্তু এরা একান্তর কোণ
∴ AP||BQ
9. তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। প্রমাণ করি যে, ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু।
উত্তর। ধরি, r ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্তের কেন্দ্র যথাক্রমে A, B, C এবং বৃত্ত তিনটি পরস্পরকে O, Q ও R বিন্দুতে বহিঃস্পর্শ করেছে।
অঙ্কন : APB, BQC ও ARC যোগ করা হল।
প্রমাণ করতে হবে, ABC একটি সমবাহু ত্রিভুজ। ।
প্রমাণ : এখানে P বিন্দু AB রেখাংশ উপর অবস্থিত |
∴ AB = AP + PB = r + r = 2r
একইভাবে, BC = 2r, CA = 2r
ΔABC -এর AB = BC = CA = 2r
ΔABC একটি সমবাহু ত্রিভুজ।
10. একটি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু A থেকে অঙ্কিত AB ও AC দুটি স্পর্শক বৃত্তকে B ও C বিন্দুতে স্পর্শ করে। উপচাপ BC -এর উপর অবস্থিত X বিন্দুতে অঙ্কিত স্পর্শক AB ও AC -কে যথাক্রমে D ও E বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, ΔADE-এর পরিসীমা = 2AB
উত্তর। O কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু A থেকে অঙ্কিত AB ও AC দুটি স্পর্শক বৃত্তকে B ও C বিন্দুতে স্পর্শ করেছে। উপচাপ BC -এর উপর অবস্থিত X বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক AB ও AC কে যথাক্রমে D ও E বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করতে হবে ΔADE-এর পরিসীমা = 2AB
প্রমাণ : যেহেতু O কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ A বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি যথাক্রমে AB ও AC
∴ AB = AC ……. (1)
আবার, O কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ D বিন্দু থেকে BD ও DX দুটি স্পর্শক।
∴ BD = DX ……(2)
অনুরূপে, CE = EX …….(3)
এখন, ΔADE -এর পরিসীমা = AD + DE + EA
= (AB – BD) + (DX + XE) + (AC – CE)
= AB – DX + DX + XE + AB – XE ((1), (2), (3) থেকে পাই)
= 2AB
ΔADE এর পরিসীমা = 2AB

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *